• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গ্রেপ্তার ৪

  বগুড়া প্রতিনিধি

১১ আগস্ট ২০২০, ১৮:৪১
গ্রেপ্তার
অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গ্রেপ্তাররা (ছবি : দৈনিক অধিকার)

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গ্রেপ্তারদের কোর্টে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা করা হয়।

গ্রেপ্তাররা হলো- টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানার মাটিকাটা গ্রামের আব্দুস সালামের ছেলে বদিউজ্জামান বদি (৪০), একই এলাকার মৃত আলী মণ্ডলের ছেলে নূরুল ইসলাম (২৮), মৃত মুনছের আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মৃত সামাদ আলীর ছেলে শাহজাহান আলী (৪৫)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা দৈনিক অধিকারকে বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি এলাকাধীন যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। একই সময় তাদের হেফাজতে থাকা বালু উত্তোলনে ব্যবহৃত ছোটবড় ৪টি শ্যালো মেশিন, ১টি বড় নৌকা, ৩টি প্লাস্টিকের পাইপ, ২টি টিউবওয়েল এবং নৌকায় রক্ষিত ৫০০ সিএফটি বালু জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : সিনহা হত্যা : সহকর্মীর গালে চড় মারা সেই ওসি প্রত্যাহার

এ ঘটনায় মঙ্গলবার আসামিদের কোর্টে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড