• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাসচাপায় জীবন গেল মায়ের, অলৌকিকভাবে বেঁচে গেল সিনথিয়া

  অধিকার ডেস্ক

১০ আগস্ট ২০২০, ২৩:৫৬
শিশু
অলৌকিকভাবে বেঁচে যায় ৩ বছরের শিশু সিনথিয়া (ছবি : সংগৃহীত)

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় যশোরের কেশবপুর উপজেলায় দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ সময় মায়ের সঙ্গে বাসের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে বেঁচে যায় ৩ বছরের শিশু সিনথিয়া।

সোমবার (১০ আগস্ট) সকালে একটি বাস যশোর থেকে ছেড়ে এসে কেশবপুর ট্রাক টার্মিনালে একটি রিকশাভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ভ্যানে থাকা মনজুরা (২৫) টায়ারের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে তার কোলে থাকা শিশু সিনথিয়া (৩) গুরুতর আহত হয়। সে অলৌকিকভাবে বেঁচে যায় বলে জানান কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. আমির হোসেন।

প্রত্যক্ষদর্শী পথচারী আবদুল হাকিম বলেন, শিশুটি বাসের নিচ দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত হয় পথচারী ও কেশবপুর পৌর এলাকার মধ্যকুলের গোলাম মোস্তফা (৪৫)। বর্তমানে তিনি কেশবপুর স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি রয়েছেন।

এ দিকে, বিকাল সাড়ে ৪টায় কেশবপুর চুকনগর সড়কের বুজতলায় আলতাপোল গ্রামের আব্দুর রহমানকে (৭০) একটি আলমসাধুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বাবা-মা হারা সন্তানের লাশ মিলল পানিতে

কেশবপুর থানার ওসি মো. জসিম উদ্দিন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ আবদুল্লা জানান, বাস ও আলমসাধুর চালক পলাতক রয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড