• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাস থামিয়ে চাঁদাবাজি, দুই চাঁদাবাজ গ্রেপ্তার

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

১০ আগস্ট ২০২০, ১৮:০৫
গ্রেপ্তার
পরিবহনে চাঁদাবাজিকালে গ্রেপ্তার দুই চাঁদাবাজ (ছবি : দৈনিক অধিকার)

যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার চাঁদাবাজরা হলো- জিয়াউর রহমান জিয়া (২৫) ও বাপ্পি মিয়া (৪০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন : শেরপুরে বাস-রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, জিয়া ও বাবুলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় চলাচলরত যাত্রীবাহী পরিবহন বাস থামিয়ে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়িপ্রতি ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। সোমবার যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে ওই চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য জিয়াউর রহমান জিয়া ও বাপ্পি মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড