• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘরে সন্তানের রক্তমাখা লাশ, হত্যার রোমহর্ষক বর্ণনা সৎ মায়ের

  অধিকার ডেস্ক

০৯ আগস্ট ২০২০, ২৩:২৩
গ্রেপ্তার
সন্তান হত্যায় গ্রেপ্তার সৎ মা শামসুন্নাহার (ছবি : সংগৃহীত)

শ্বাসরোধে লাবনী আক্তার (৭) নামে এক শিশুকে হত্যার দায়ে ময়মনসিংহে সৎ মা শামসুন্নাহারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) অভিযুক্তকে আদালতে পাঠানো হয়।

এর আগে শনিবার (৮ আগস্ট) জেলার তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকী গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত শিশুর বাবা আবু চান মিয়া তারাকান্দা থানায় স্ত্রী শামসুন্নাহারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শামসুন্নাহার।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকুয়া ইউনিয়নের ভালকী গ্রামের আবু চান মিয়ার প্রথম স্ত্রী প্রায় ৬ বছর আগে মারা যান। প্রথম স্ত্রীর রেখে যাওয়া তিন সন্তানের মধ্যে লাবনী আক্তার সর্বকনিষ্ঠ মেয়ে। কয়েক বছর আগে শামসুন্নাহারকে বিয়ে করেন আবু চান মিয়া। পেশায় তিনি দিনমজুর। শামসুন্নাহারেরও পূর্বের সংসারের দুই সন্তান ছিল। চান মিয়া দরিদ্র হওয়ায় সন্তানদের তেমন খোঁজখবর নিতে পারতেন না। শনিবার রাতে বাড়িতে এসে লাবনীকে না দেখতে স্ত্রীর ওপর তার সন্দেহ হয়। পরে নিজ ঘরে সন্তানের রক্তমাখা লাশ উদ্ধার করেন তিনি।

একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় চান মিয়া তারাকান্দা থানার পুলিশকে খবর দিলে পুলিশ হত্যায় জড়িত সন্দেহ শামসুন্নাহারকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। শামসুন্নাহার পুলিশকে জানান, পথের কাঁটা দূর করতে শিশুটিকে হত্যা করেছেন তিনি।

এ ব্যাপারে তারাকান্দা থানা পুলিশ জানিয়েছে, নিহত শিশুর গলায় দাগ রয়েছে। শামসুন্নাহারের জবানবন্দি অনুযায়ী হত্যাকারী শামসুন্নাহারের হাতে কামড়ের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন : বখশিশের জন্য অক্সিজেন খুলে দিলেন নার্স, শিশুর মৃত্যু

ঘটনার সত্যতা স্বীকার করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনার সাথে জড়িত শামসুন্নাহারকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ব্যাপারে আরও তদন্ত চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড