• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিয়ের দুদিন না পেরতেই লাশ হলো নববধূ

  ফরিদপুর প্রতিনিধি

০৯ আগস্ট ২০২০, ১৪:১৭
ফরিদপুর
ছবি: সংগৃহীত

বিয়ের দুদিন না যেতেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী গ্রামে মামার বাড়ি হতে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অপছন্দের পাত্রের সাথে বিয়ে হওয়ায় অভিমানে সে ঘড়ের আড়ার সাথে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ।

নিহতের নাম স্বপ্না আক্তার (১৯)। কয়েক বছর আগে মা মিলি বেগমের সাথে বাবা নাসির শেখের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর রাজেশ্বরদী গ্রামে মামা বাশার হাওরাদারের বাড়িতে থাকতো সে। গত বুধবার (৫ আগস্ট) মামার পরিবারের পছন্দে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার বিশ্বম্বর্দী গ্রামের সাগর (২৮) নামে এক পাত্রের সাথে তার বিয়ে হয়।

রাজেস্বরদী গ্রামের বাসিন্দা দিন মোহাম্মদ জানান, স্বপ্নার অমতে এ বিয়ে হয়। ফলে সে বিয়ের পরেরদিন বৃহস্পতিবার স্বামীর বাড়ি হতে চলে আসে। এরপর তাঁকে স্বামীর বাড়ি যেতে মামা বাড়ি হতে চাপ দেয়া হচ্ছিলো। এব্যাপারে স্বপ্নার মামার পরিবারের বক্তব্য জানা যায়নি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান বলেন, শনিবার সন্ধ্যার দিকে মামা বাড়িতে ঘরের আড়ার সাথে গলার ওড়না পেঁচিয়ে স্বপ্নাকে ঝুলতে দেখে পরিবারের লোকেরা। এরপর তাঁকে পার্শ্ববর্তী রাজৈর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওসি জানান, পরিবারের ভাষ্যমতে মেয়েটি আত্বহত্যা করেছে। সুরতহাল রিপোর্ট কোন আঘাতের চিহ্ন ছিল না বলে রাজৈর থানার পুলিশ জানিয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড