• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় আরোও ৮৬জন করোনাভাইরাসে আক্রান্ত

  বগুড়া প্রতিনিধি

০৮ আগস্ট ২০২০, ১৫:৩৫
বগুড়া
ছবি: সংগৃহীত

বগুড়ায় আরো ৮৬জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবারের ৩১৬ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৮০জন। বগুড়া সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২জন, ২১ জন নারী এবং ৩জন শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ৭ আগস্ট পর্যন্ত মোট ৩ হাজার ৮৭৬জন করোনাকে জয় করেছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হওয়ায় মারা গেলেন ১১৫জন।

ডা. ফারজানুল ইসলাম জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে শুক্রবার মোট ৩১৬জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শজিমেকে পরীক্ষা করা ২৮২টি নমুনার মধ্যে ৬৮টি পজিটিভ এবং টিএমসির পিসিআর ল্যাবে ৩৪টি নমুনায় পজিটিভ আসে আরও ১৮জনের। সদর উপজেলায় ৭৭ জন, আদমদীঘি ৪ জন, শিবগঞ্জ ৩ জন, কাহালু ও নন্দীগ্রামে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৮৬ জনের বয়ঃভিত্তিক বিশ্লেষণে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে সর্বাধিক ৪৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭জন এবং বাদবাকি ১৯জনের বয়স ৫১ থেকে ৭০ বছরের মধ্যে।

ডা. ফারজানুল ইসলাম বলেন, নতুন আক্রান্তরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা গ্রহণ করবেন। কারও অবস্থা জটিল মনে হলে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড