• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজবাড়ীতে দুই দিনে করোনায় ৩ জনের মৃত্যু

  রাজবাড়ী প্রতিনিধি

০৮ আগস্ট ২০২০, ১০:১৫
রাজবাড়ী
রাজবাড়ী হাসপাতালের আইসোলেশন কর্ণার

রাজবাড়ীতে গত দুই দিনে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ বছরের এক শিশু সহ করোনায় আক্রান্ত হয়ে দুই জন মৃত্যুবরণ করেন। অপরদিকে ৬ আগস্ট বৃহস্পতিবার ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোয়ালন্দের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এদিকে প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ আগস্ট ৭৭ জনের নমুনা পাঠিয়ে নতুন ৩৫ জনের করোনা আক্রান্তের পজিটিভ আসে সিভিল সার্জনের কার্যালয়ে। শনিবার সকালে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।

এ নিয়ে রাজবাড়ী জেলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ১৪৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৮৬৯ জন এবং মৃত্যুবরণ করেন ১৩ জন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩০ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫৬১ জন। তবে করোনার রিপোর্ট দেরিতে আসার কারণে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে সেই সাথে জনসাধারণের অসতর্কতার কারণেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে ধারনা সচেতন মহলের।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, পাংশায় ৯ জন, গোয়ালন্দে ১০ জন মিলে নতুন ২০ জন করোনা আক্রান্তের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তবে নতুন এ ৩৫ জনের মধ্যে আক্রান্ত নেই কালুখালী ও বালিয়াকান্দিতে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, গতকাল রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ বছরের ১ শিশু সহ দুইজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৭৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬৯ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৫৬১ জন। সদর হসপিটালে ভর্তি আছেন ৩০ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড