• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুন্সীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ২৮’শ ছাড়ালো, বাড়ছে মৃত্যুর সংখ্যাও

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

০৬ আগস্ট ২০২০, ১০:৪৭
মুন্সীগঞ্জ
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮০৯ জনে। এদিন নতুন করে মারা গেছেন আরো ২ জন ব্যক্তি। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন, ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) ল্যাবে পাঠানো নমুনার মধ্যে ৫৩টি নমুনার ফলাফল আসে। সেখানে করোনা পজিটিভ ফলাফল এসেছে ২০ জনের, যা পরীক্ষা করা নমুনার ৩৭ দশমিক ৭৩ শতাংশের মতো । পাশাপাশি অন্যান্য জেলার তুলনায় মুন্সীগঞ্জে মৃত্যুর হার বেশি।

সিভিল সার্জন আরো বলেন, বর্তমানে জেলায় চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ৭’শর মতো রোগী রয়েছে। তবে, এখনই যে সংক্রমণ কমে গেছে তা বলা যাবে না। সংক্রমণ কমিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে। বিনা প্রয়োজনে বাইরে যাওয়া বন্ধ করতে হবে। বাইরে গেলে মাস্ক পরতে হবে। সর্বোপরি স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে জীবন যাপন করতে হবে।

নতুন সংক্রমিত ২০ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ১৫ জন, লৌহজং উপজেলায় ৩ জন, ও গজারিয়া উপজেলায় ২ জন রয়েছেন। এছাড়া নতুন মৃত ২জনই সদর উপজেলার।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ৫৫ জনসহ এ পর্যন্ত জেলার মোট ১৩ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৮৭১ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরও ২০০ জন।

এ পর্যন্ত সদর উপজেলায় ১ হাজার ২৩১ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২৪৮ জন, সিরাজদিখান উপজেলায় ৪৩২ জন, লৌহজং উপজেলায় ৩৫৫ জন, শ্রীনগর উপজেলায় ২৫০ জন ও গজারিয়া উপজেলায় ২৯৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলায় করোনায় মৃত মোট ৬২ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৩০ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৯ জন, সিরাজদিখান উপজেলায় ৯ জন, শ্রীনগর উপজেলায় ৪ জন, লৌহজং উপজেলায় ৭ জন ও গজারিয়া উপজেলায় ৩ জন মারা গেছেন।

আরও পড়ুন : মান্দায় নৌকা ডুবে ২ ভাইয়ের মৃত্যু

অন্যদিকে, সদর উপজেলায় ২০ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৫ জন, সিরাজদিখান উপজেলায় ১২ জন ও লৌহজং উপজেলায় ১০ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে মুন্সীগঞ্জ জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছাড়ালো ২ হাজার ২৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় ৭১৬ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২২০ জন, সিরাজদিখান উপজেলায় ৩৮৫ জন, লৌহজং উপজেলায় ২৭৬ জন, শ্রীনগর উপজেলায় ১৭৫ জন ও গজারিয়া উপজেলায় ২৫৫ জন সুস্থ হয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড