• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বানভাসী শিশুদের জন্য শুভসংঘের ইদ আনন্দ

  ময়মনসিংহ প্রতিনিধি

০২ আগস্ট ২০২০, ২০:০৩
ইদ আনন্দ
ছবি : সংগৃহীত

‘শুভকাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে বানভাসী পরিবারের শিশুদের নিয়ে ইদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২ আগস্ট) বিকালে পৌর শহরের ব্রহ্মপুত্র তীরের চার নম্বর ওয়ার্ড চর ষোলহাসিয়া এলাকায় এ আয়োজন হয়।

আনন্দ অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মধ্যে বিভিন্ন খেলনা সামগ্রী ও চকলেট বিতরণ করেন উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় পৌর কাউন্সিলার সোহরাব উদ্দিন, শুভসংঘের কোষাধ্যক্ষ শ্রী অনীল রায়, কালের কণ্ঠ প্রতিনিধি নজরুল ইসলাম, কণ্ঠ শিল্পী মুখলেছুর রহমান মানিক, প্রভাষক আরশাদ আহমেদ, ব্যবসায়ী মাসুদ পারভেজ ইউসুফ, রফিকুল সরকার, সজেন্দ্র ঠাকুর প্রমুখ।

আরও পড়ুন : কুলাউড়ায় ইদের দ্বিতীয় দিনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রসঙ্গগত, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় পৌর শহরের ৮, ৪, ২ নম্বর ওয়ার্ডের চর শিলাসী, চর ষোলহাসিয়া ও চর জন্মেজয় এলাকার প্রায় ২৫০টি পরিবার বন্যা আক্রান্ত হয়। পরিবারগুলো স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুল, ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খায়রুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর ষোলহাসিয়া উত্তোলনকৃত বালুর উপর আশ্রয় গ্রহণ করেন। এর মধ্যে চর ষোলহাসিয়া বালুর উপর ১০টি হিন্দু পরিবারসহ ৬০টি শ্রমজীবি পরিবার আশ্রয় গ্রহণ করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড