• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্যার্তদের পাশে কেবল টিভি দর্শক ফোরাম ও সৃষ্টি হিউম্যান রাইটস

  শিবচর প্রতিনিধি, মাদারীপুর

২৯ জুলাই ২০২০, ২৩:০১
বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শিবচরে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি ও বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরাম।

উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের বানভাসীদের জন্য বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না তার নিজ বাড়িতে ৩'শ মানুষের মাঝে ঈদ উপলক্ষে ১০ কেজি চাল, সেমাই, চিনি, গুড়ো দুধসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।বন্যার পানিতে সব হারিয়ে নিঃস্ব হওয়া মানুষগুলো ঈদে এমন উপহার পেয়ে যার পর নাই খুশি হন।

কেবল টিভি দর্শক ফোরামের মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না বলেন, এই এলাকার পরিস্থিতিটা বেশ নাজুক।এক দিকে করোনা অন্যদিকে বন্যার পানিতে কৃষকের জমি তলিয়ে গিয়ে ধান,গম,পাটসহ সকল শস্যের ক্ষতি করেছে। এ জন্য গ্রামীন কৃষকদের অভাবের মাত্রাটা আরো বৃদ্ধি হয়ে গেলো। এই অভাবনীয় ক্ষতি পূরণে আমরা সমাজে যারা স্বচ্ছল আছি একযোগে কাজ করার চেষ্টা করছি। সরকারের পাশাপাশি আমরা এগিয়ে না এলে ক্ষতিসাধনের পর কৃষক মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

এমন পরিস্থতিতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান শাহাদাৎ মুন্না।

সর্বগ্রাসী পদ্মা নদীতে ঘরবাড়ি বিলীন হওয়া ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ভবিষ্যতেও দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন মুন্না।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড