• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বহদ্দারহাট কাঁচাবাজার উদ্বোধনে রাজস্ব আয়ে নতুন মাত্রা পেয়েছে’

  সারাদেশ ডেস্ক

২৯ জুলাই ২০২০, ১৬:৪৫
‘বহদ্দারহাট কাঁচাবাজার উদ্বোধনে রাজস্ব আয়ে নতুন মাত্রা পেয়েছে’
‘বহদ্দারহাট কাঁচাবাজার উদ্বোধনে রাজস্ব আয়ে নতুন মাত্রা পেয়েছে’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম নাছির উদ্দীন বলেছেন, ‘সময়ের সিদ্ধান্ত সময়ে নিতেই বাজার সংশ্লিষ্টদের সহযোগিতায় বহদ্দারহাট বাজারকে বাংলাদেশের অন্যতম বৃহৎ কাঁচাবাজার হিসেবে রূপান্তর করলাম। এতে করে চসিকের রাজস্ব আয়ে নতুন মাত্রা সংযোজিত হবে এবং নানাধিক সেবার মান উন্নীত হবে।’

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর বহদ্দারহাট কাচাঁবাজার উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বহদ্দারহাট বাজার ঐতিহ্যগতভাবেই কর্ণফুলী নদী ঘেষা কাঁচা বাজারের একটি বাণিজ্য কেন্দ্র। দক্ষিণ চট্টগ্রাম থেকে সব ধরনের উৎপাদিত সবজি-পণ্য ও মাছ-মাংস এই বাজারে পাইকারী বিপণন হয়। এখান থেকেই মহানগরীর বাজারগুলোতে কাঁচাবাজার, মাছ, মাংস সরবরাহ করা হয়। তবে বিভিন্ন কারণে বাজারটির ব্যপস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণকারীদের অসামাঞ্জ্যস্যতা ছিল। তাই এ বাজারটিকে বাংলাদেশের অন্যতম বৃহৎ কাঁচাবাজার হিসেবে রূপান্তর করলাম।’

এই বাজারটির পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, ইলেকট্রিক ব্যবস্থা সার্বক্ষণিক রাখাসহ সার্বিক তত্ত্বাবধান চসিক করবে উল্লেখ করে মেয়র বলেন, যেহেতু এখনও করোনা মহামারীর প্রাদুর্ভাব কাটেনি,সেহেতু সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারে ক্রেতা-বিক্রেতাদের সচেষ্ট থাকতে হবে। স্থায়ী ও ভাসমান ব্যবসায়ীদের বাজার শেষে তাদের নিজ দায়িত্বে পরিস্কার পরিচ্ছন্ন করার তাগাদা দেন মেয়র।

বাজারের ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা প্রসঙ্গে ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্যদের উদ্দেশে মেয়র বলেন, ‘নগরীতে জনসংখ্যা ক্রমশ বাড়ছে, সেইসঙ্গে সড়ক, নালা-নর্দমাসহ সবকিছুর ব্যবহারও বাড়ছে। অন্যদিকে নালা-নর্দমাগুলো যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে ভরাট ও বেদখল হয়ে যাচ্ছে। যার ফলে সামান্য বৃষ্টি হলেই নগরীর নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। তাই গৃহস্থলী ও বাজারের ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে সিটি কর্পোরেশনের সেবকদের হাতে দিতে হবে।’

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- তিমির বরণ চৌধুরী, চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, ভূসম্পদ কর্মকর্তা এখলাস উদ্দিন আহমদ, বহদ্দারহাট বাজার দোকান মালিক সমিতির জানে আলম, সাধারণ সম্পাদক বদিউল আলম, ঠিকাদার তছকির আহমেদ, আওয়ামী লীগ নেতা ইসা, বেলাল আহমদ, এসএম মামুনুর রশিদ, আনিসুর রহমান চৌধুরীসহ গন্যমান্যরা।

প্রসঙ্গত, ৮ কোটি ১৫ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয়ে ৩৯ হাজার ২শ বর্গফুটের দুই তলা বহদ্দারহাট কাচাঁবাজার এই ভবনের নিচ তলায় রয়েছে ১০০ বর্গফুটের ১০টি দোকান, ৩০ বর্গফুটের ১৯০টি দোকান আর এক তলায় রয়েছে একশ বর্গফুটের ৯০টি দোকান। এতে আরো রয়েছে ইবাদতখানা, টয়লেট ও লিফটসহ তিনটি সিঁড়ি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড