• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সবুজকে বাঁচাতে খোকসার জোনাকির আলোর বৃক্ষ অভিযান

  খোকসা প্রতিনিধি

২৮ জুলাই ২০২০, ০০:১১
জোনাকির আলোর বৃক্ষরোপণ কর্মসূচি
জোনাকির আলোর বৃক্ষরোপণ কর্মসূচি

অসহায় মানুষের সেবায় এলাকাজুড়ে ইতোমধ্যেই ব্যাপক সুনাম কুড়িয়েছে স্বেচ্ছাসেবি সংগঠন জোনাকির আলো। সেই ধারাবাহিকতায় এবার সবুজকে বাঁচাতে অর্ধ শতাধিক গাছ লাগিয়েছে সংগঠনটি। এ কর্মসূচিতে সহায়তা করেছে ইয়ুথ পাওয়ার কমিউনিটি নামের আরেকটি স্বেচ্ছাসেবি সংগঠন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কুষ্টিয়ার খোকসার মোড়াগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভেষজ গাছ লাগানো হয়। আর এ কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

জানা গেছে, মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হিজলাকর আবাসন প্রকল্পের খালি জমিতে ভেষজ গাছ রোপণ করা হয়।

এ কর্মসূচির নেতৃত্ব দেন জোনাকির আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আহসান মামুন ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন।

সাধারণ সম্পাদক আল-মামুন আহসান বলেন, জোনাকির আলো সারা খোকসায় ছড়িয়ে দিতে চাই। আর বর্তমান করোনা মহামারিতে পরিবেশ বিপর্যয়ের কথা আমরা ভুলেই গেছি। পরিবেশ বাঁচানোর আন্দোলন হিসেবে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আসন্ন ইদুল আযহা উপলক্ষেও আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ইয়ুথ পাওয়ার কমিউনিটির সভাপতি আরিফুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য মাজেদুল ইসলাম, মহিলা সহসম্পাদিকা শামীমা রুমাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড