• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় থেমে নেই স্বাস্থ্যকর্মীদের সেবাদান

  গাজীপুর প্রতিনিধি

২৭ জুলাই ২০২০, ১৩:৩৮
টিকা দিচ্ছে স্বাস্থ্যকর্মী (ছবি : দৈনিক অধিকার)

মহামারি করোনায় যেখানে থমকে গেছে জীবনের গতিপথ, কিন্তু থেমে নেই চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের সেবাদান। মহামারি করোনার মধ্যেই নিজেদের জীবনকে কঠিন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে স্বাস্থ্য কর্মীরা।মহামারি করোনার কারণে থমকে নেই স্বাস্থ্য কর্মীদের সেবা দান।

আজ এক কেন্দ্রে তো পরের দিন আরেক কেন্দ্রে চালিয়ে যাচ্ছেন তাদের সেবাদান। গর্ভবতীর টিকা,কিশোরীদের টিকা,শিশুদের বিভিন্ন টিকাসহ শিশু- কিশোর-কিশোরিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তাছাড়া পরিবার কল্যাণ সহকারি করোনাকালিন সময়ে সঠিক জন্ম নিয়ন্ত্রণ সামগ্রি বিতরণসহ, শিশু ও গর্ভবতী মায়েদের সেবা এবং দম্পতিদের পরামর্শ দিচ্ছেন। মানুষের দরজায় সেবা পৌঁছে দিতে তারা ছুটে চলেছেন অবিরাম।

সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রচন্ড ভিড়ের মধ্যে টিকাদান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য কর্মীরা। টিকা দিতে আসা সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাড়িয়ে আসতে বললেও মানছেনা সামাজিক দূরত্ব। বরং সামাজিক দূরত্বের কথা বললে উল্টো বিভিন্নভাবে ক্ষোভ দেখাচ্ছে।

তেলিহাটি পরিবার পরিকল্পনা পরিদর্শক মকবুল হোসাইন জানান, সাইটালিয়া কমিউনিটি ক্লিনিকে সকাল ৯ টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে চলবে বিকেল ৩ পর্যন্ত। মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে আসতে বললেও সকলে তা মানছে না। টিকা কার্ড, জন্ম সনদ না থাকলে স্বাস্থ্য কর্মীগন টিকা দিতে অপারগতা জানালে সাধারন লোকজন রাগারাগিও করে যেমন, কেন আমার বাচ্চাকে টিকা দিবেন না,এক্ষুনি দিতে হবে, আরেকদিন আসবো কেন ইত্যাদি। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাবসেন্টার গুলোর টিকা কার্যক্রম আপাতত ইউনিয়নগুলোর কমিউনিটি ক্লিনিক গুলোতো দেওয়া হচ্ছে। পাশাপাশি আক্রান্ত ও ঝুঁকির কথাতো আছেই।

আজকের টিকাদান কর্মসূচিতে সাইটালিয়া কেন্দ্রে উপস্থিত ছিলেন কর্তব্যরত স্বাস্থ্যকর্মি স্বাস্থ্য সহকারি- আমীরুজ্জামান,ঝর্না আক্তার,এবং পরিবার কল্যাণ সহকারি- রহিমা খাতুন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড