• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধামইরহাটে বাড়ি বাড়ি চারা বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান

  কাজী কামাল হোসেন, নওগাঁ

২৬ জুলাই ২০২০, ১৫:১৭
নওগাঁ
চারা বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান

নওগাঁর ধামইরহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মুজিববর্ষ উপলক্ষে সপ্তাহ ব্যাপী অভিনব বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি এলাকাবাসীর চাহিদার ভিত্তিতে করোনা ভাইরাস পরিস্থিতিতে বাড়ি বাড়ি খোঁজ নিয়ে এসব চারা বিতরণ করছেন।

ইউনিয়নের বাসিন্দাদের চাহিদা মোতাবেক মাল্টা, লেবু, থাই পিয়ারা, উন্নত চায়না-৩ লিচু, বারি আম-৪, বারি আম-৭ সহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি চারা বিনামূল্যে সরবরাহ করছেন তিনি।

২৬ জুলাই বিতরণ চারা বিতরণ কাজে অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নানসহ স্থানীয় ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ। এর আগে ২৩ জুলাই ৭ দিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।

আরও পড়ুন : পোরশায় ভুয়া ছোলেনামা করে ১শ বিঘা জমি জবরদখলের অভিযোগ!

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে নওগাঁ-২ আসনের এম.পি মহোদয়ের নির্দেশনায় ২ হাজার চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি, এলাকাবাসীর চাহিদা মোতাবেক চারা সরবরাহ করছি। শুধু তাই নয়, কোরবানির ইদে অসহায় ও বৈশ্বিক মহামারীর প্রভাবে কর্মহীন ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগও নিয়েছি, যা খুব দ্রুতই বিতরণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড