• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিকশা থামিয়ে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

  সারাদেশ ডেস্ক

২৫ জুলাই ২০২০, ১৭:৪৯
মরদেহ
ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে (প্রতীকী ছবি)

প্রকাশ্যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারায়ণগঞ্জে আরিফ হোসেন ওরফে মুসা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সকালে শহরের দ্বিগুবাবুর বাজার এলাকার ফকিরটোলা মসজিদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আরিফ হোসেন ওরফে মুসা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

নিহতের ছোট ভাই শওকত হোসেন বলেন, ভোরে শেরপুর থেকে নারায়ণগঞ্জের মেট্রেহল মোড়ে বাস থেকে নামেন আমার ভাই। সেখান থেকে অটোরিকশাযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলায় যাচ্ছিলেন। পথে দ্বিগুবাবুর বাজার এলাকায় পৌঁছালে ছুরি হাতে পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, শহরের ফকিরটোলা মসজিদের সামনে ছুরিকাঘাতে ওই বৃদ্ধকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য ইতোমধ্যেই মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডের ঘটনায় আকাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : করোনার থাবায় রাজশাহীতে একদিনে ৮ প্রাণহানি

এ ঘটনায় নিহতের ছেলে হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড