• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

  নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই ২০২০, ১২:০০
বন্দুকযুদ্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়ির তুরাগ এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (৪৬) ও ওমর ফারুক (৩৫)।

শুক্রবার (২৪ জুলাই) সকালে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এ তথ্য জানান।

কামরুজ্জামান জানান, তুরাগ দিয়াবাড়ি এলাকায় র‌্যাবের চেকপোস্ট ছিল। ওই দুই ব্যক্তি মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় র‍্যাব তাদের থামার জন্য সংকেত দিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়লে তারা গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ইব্রাহিম মাদকের ডিলার, ওমর ফারুক তার সহযোগী। রাজধানীর বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা আছে।

আরও পড়ুন : ছাত্রীকে কোচিংয়ে ধর্ষণের পর ফের ধর্ষণ চেষ্টাকালে শিক্ষক ধরা

ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড