• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ : রাত পোহালেই সাগরে নামবে শতশত ট্রলার

  শাহ মুহাম্মদ রুবেল, কক্সবাজার

২৩ জুলাই ২০২০, ২০:৪৫
নুনিয়ারছড়া মৎস্য অবতরণ কেন্দ্র
ব্যাস্ত সময় পার করছে জেলেরা

সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার মধ্যরাতে। রাত পোহালেই সাগরে নামবে শতশত ট্রলার ও নৌকা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আজ(বৃহস্পতিবার) রাতে শেষ হচ্ছে সাগরে ৬৫ দিনের মাছ ধরার সরকারী নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষ হবে। ফের সাগরে ছুটতে ব্যস্ত দিন কাটাচ্ছেন জেলেরা। কেউ শেষবারের মতো জালটা মেরামত করছেন, কেউ আবার শেষবারের মতো জাল বুনছেন। কেউবা চেক করে নিচ্ছেন জালে কোনো ত্রুটি আছে কি না। আবার কেউ কেউ ট্রলারে বরফ মজুদ করে নিচ্ছেন। সেই সাথে বেশ কদিন সাগরে থাকার খাবার দাবার। ব্যস্ততার যেন শেষ নেই জেলেদের।

মৎস্য সম্পদের উন্নয়নে গত ২০ মে থেকে ৬৫ দিন মাছ ধরা বন্ধে সরকারি নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে ফের মৎস্য শিকারে বের হবেন জেলেরা। আর তাই যেন সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে ফিশিং ট্রলার মালিক ও জেলেরা। ফিশিং ট্রলার সংস্কারের পাশাপাশি মেরামত করা হয়েছে ছেঁড়া জালও। শহরের নুনিয়ারছড়া মৎস্য অবতরণ কেন্দ্র (ফিশারি ঘাটে) গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

সেখানে গিয়ে দেখা যায়, ইঞ্জিন ও বোট মেরামত শেষ হয়েছে। মৎস্যজীবীরা জাল তুলছেন ফিশিং ট্রলারে। সংগ্রহ করছেন খাবার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি। সেখানে বিরাজ করছে সাগরে যাওয়ার আনন্দ। রয়েছে ব্যস্ততা। সাগর থেকে ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরবেন সেই স্বপ্ন দেখছেন তারা।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং অফিসার দেলোয়ার হোসেন বলেন, এখানকার মৎস্য অবতরণ কেন্দ্রের এক কর্মকর্তা বলছেন ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকার সুফল পাচ্ছেন জেলেরা। মাছ ধরা বন্ধ থাকায় এই অবতরণ কেন্দ্রে গত বছর ৩ হাজার মেট্রিক টন মাছ বেশী পেয়েছেন আগের বছরের তুলনায়। এতে সরকারের রাজস্বও বৃদ্ধি পেয়েছে। এই নিয়ম চালু থাকলে সামনে মৎস্য আহরণ আরো বৃদ্ধি পাবে। ২০১৮-১৯ অর্থবছরে ১১০১৭ মেট্রিক টন মাছ আহরণ করে জেলেরা যাতে সরকার রাজস্ব পায় ৮৬ লক্ষ ২৪ হাজার টাকা। অথচ তার আগের বছর মৎস্য আহরণ করেছিল সাড়ে ৯ হাজার মেট্রিক টনের মতো।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলায় অর্ধ লক্ষের মতো নিবন্ধিত জেলে রয়েছে। আবার অনিবন্ধিত জেলে রয়েছে অনেক। জেলায় ফিশিং ট্রলার রয়েছে সাড়ে ৫হাজারের বেশী। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাগরে মৎস্য শিকারে যেতে পারবেন জেলেরা।

আরও পড়ুন : মুক্তাগাছায় একদিনে স্কুলছাত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার

গত ২০ মে থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় অলস সময় কাটিয়েছেন জেলেরা। এবারই প্রথম বাণিজ্যিক ট্রলারের পাশাপাশি সব ধরনের নৌযানে নিষেধাজ্ঞা থাকায় সংকটে পড়েছিলেন তারা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড