• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৪ ঘণ্টায় শসার দাম অর্ধেক

  সারাদেশ ডেস্ক

২০ জুলাই ২০২০, ২৩:২৩
শশা
শশা প্রক্রিয়াজাতকরণ

বাগেরহাটের চিতলমারীতে ২৪ ঘণ্টায় শসার দাম কমে অর্ধেকে নেমে এসেছে। গত শনি এবং রবিবার যেখানে শসার দাম ছিল মণ প্রতি ১১শ পঞ্চাশ থেকে ১২শ টাকা, সোমবার সেই শসার দাম নেমে আসে ৪শ পঞ্চাশ থেকে ৫শ টাকা দরে। নিরূপায় হয়ে কম দামে উৎপাদিত ফসল বিক্রি করছেন চাষিরা। একদিনের মধ্যে এভাবে দাম কমাটা স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট, নাকি প্রকৃতপক্ষে দাম কমেছে- তা বুঝতে পারেননি তারা।

উপজেলার খড়মখালী গ্রামের বিকাশ হীরা, কংকন মজুমদার, অনন্ত মন্ডলসহ কয়েকজন সবজি চাষি জানান, একদিনের মধ্যে মণ প্রতি ৪/৫শ টাকা দাম কমে যাওয়া সোজা কথা না। এই করোনাকালের মধ্যে ঘরে একটা টাকাও নাই। মাঠের ফসলই যেখানে আমাদের শেষ ভরসা, তারও যদি দাম কমে যায় আমরা বাঁচব কিভাবে? এরকম দামে তো খরচের টাকা ওঠবে না। সরকার তো কত কিছু দেখে, আমাদেরটা দেখতে পারে না?

চিতলমারী উপজেলার পাইকারি ব্যবসায়ী ইমরান মিয়া, উত্তম বাড়ৈ, সুমন্ত বিশ্বাস জানান, ঢাকার বাজার ভালো না। হঠাৎ করে দাম কমে গেছে, আবার মাওয়া ঘাটে সময় মতো ফেরি পাওয়া যায় না। তাই শসার দাম অর্ধেকে আসছে। সামনে দাম বাড়বে কিনা তারও কোন নিশ্চিত ভরসা নেই বলেও তারা জানান।

চিতলমারী উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান, এ উপজেলায় মোট চাষির সংখ্যা আছে ১৬ হাজার। এখানে শসা ৬৩৮ হেক্টর, করোলা ১৮৮ হেক্টর, মিষ্টি কুমড়া ৫৩ হেক্টর, চালকুমড়া ৪২ হেক্টর, চিচিঙ্গা আর কাঁকরোল মিলিয়ে ১১৬২ হেক্টর জমিতে বর্ষাকালীন সবজির চাষ হয়েছে। অতি বৃষ্টিতে বিগত বছরের তুলনায় এবছর ফলন একটু কম হয়েছে। তবে দামের বেলায় সবাইকে একটু সচেতন হতে হবে। যতোটা শুনেছি ফেরি পারাপারে ব্যপারিদের কিছু সমস্যা হচ্ছে। তাই হয়ত শসার দাম হঠাৎ কিছুটা কমছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড