• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদকবিরোধী অভিযানে গিয়ে প্রাণ হারালেন র‌্যাব সদস্য

  জয়পুরহাট প্রতিনিধি

১৮ জুলাই ২০২০, ২২:৫৬
র‌্যাব
মাদকবিরোধী অভিযানে গিয়ে প্রাণ হারালেন র‌্যাব সদস্য (প্রতীকী ছবি)

মাদকসেবী ধরতে গিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীতে ডুবে সাহেদুজ্জামান (৩৪) নামে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পর এক সহকারী পরিদর্শকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়মানিক ব্রিজের উত্তর পাশের ছোট যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত র‌্যাব সদস্য দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ দৈনিক অধিকারকে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিকালে পাঁচবিবির বড় মানিক এলাকাধীন ছোট যমুনা নদীর পাশে অভিযান চালায় র‍্যাব। ওই অভিযানে যান সহকারী পরিদর্শক (এসআই) সাহেদুজ্জামানসহ কয়েকজন র‌্যাব সদস্য। এ সময় র‌্যাব সদস্যদের দেখে মাদকসেবীরা পালানোর চেষ্টা করে।

আরও পড়ুন : পরিবারের ১০ সদস্যসহ করোনায় আক্রান্ত নির্বাচন কর্মকর্তা

পরে তাদের ধাওয়া করলে আসামিরা নদীতে ঝাঁপ দেয়। একই সঙ্গে র‌্যাব সদস্য সাহেদও তাদের ধরতে নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনার বেশ কিছুক্ষণ পর নদী থেকে সাহেদকে উদ্ধার করে পাঁচবিবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড