• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

তলিয়ে গেছে কাঁঠালবাড়ী ফেরিঘাট

  সারাদেশ ডেস্ক

১৮ জুলাই ২০২০, ১৫:৪১
ছবি : সংগৃহীত

পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাঁঠালবাড়ী ফেরি ও লঞ্চ ঘাট তলিয়ে গেছে। মাঝ পদ্মায় স্রোতের তীব্রতা থাকায় শুক্রবার (১৭ জুলাই) থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে চার শতাধিক পণ্যবাহী পরিবহন আটকে আছে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, স্রোতের তীব্রতার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে ফেরিঘাটের পন্টুন ও ফেরিতে গাড়ি ওঠার পথ। কাঁঠালবাড়ী ঘাটের চারটি ফেরিঘাটের পথই এখন পানিতে নিমজ্জিত। এছাড়াও লঞ্চ ঘাটও প্লাবিত হয়েছে বন্যার পানিতে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে স্রোতের তীব্রতার কারণে বেশ ঝুঁকি নিয়েই পদ্মা পাড়ি দিতে হচ্ছে লঞ্চগুলোকে।

কাঁঠালবাড়ী ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পানিতে ফেরিঘাট তলিয়ে গেছে। ফেরিতে গাড়ি ওঠা-নামার পথসহ বেশ জায়গা জুড়ে পানিতে তলিয়ে গেছে। এদিকে ঘাটে আটকে আছে অসংখ্য পণ্যবাহী ট্রাক।

ট্রাক চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন-চার দিন ধরে ঘাটে আটকে আছেন তারা। স্রোতের কারণে ফেরি বন্ধ। কবে পদ্মা পার হতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, পদ্মায় পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোত দেখা দিয়েছে। শিমুলিয়া থেকে ফেরিগুলো স্রোতের তীব্রতার কারণে কাঁঠালবাড়ী চ্যানেলে প্রবেশ করতে পারে না। এদিকে কাঁঠালবাড়ী ফেরি ঘাটও তলিয়ে গেছে পানিতে। শুক্রবার বেলা ১১টা থেকে বন্ধ রয়েছে সব ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, তীব্র স্রোতের কারণে ফেরিগুলো পদ্মা পাড়ি দিতে পারে না। এজন্য চলাচল বন্ধ রয়েছে। ঘাটে অসংখ্য পরিবহন আটকে আছে। এদিকে পানি বৃদ্ধির ফলে কাঁঠালবাড়ী ফেরি ঘাটও পানিতে তলিয়ে গেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড