• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুন্সিগঞ্জে আরও ২১ জন করোনায় আক্রান্ত

  মুন্সিগঞ্জ প্রতিনিধি

১৭ জুলাই ২০২০, ২৩:২৩
করোনা
ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২ হাজার ৫৩৮ জন। এদিন কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে নতুন ৩৪ জন।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা.আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) ল্যাবে পাঠানো নমুনার মধ্যে ৭৮টি নমুনার ফল আসে। সেখানে ২১ জনের করোনা পজিটিভ ফল এসেছে, যা পরীক্ষা করা নমুনার ২৬ দশমিক ৯২ শতাংশ রিপোর্ট পজিটিভ।

নতুন সংক্রমিত ২৭ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ১২ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় ১ জন, শ্রীনগর উপজেলায় ৩ জন ও গজারিয়া উপজেলায় ৩ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার ৯৯ জনসহ এ পর্যন্ত জেলার মোট ১২ হাজার ২১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১১ হাজার ৭৬৮ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। ফলের অপেক্ষায় রয়েছেন আরও ২৫৩ জন।

আরও পড়ুন : মেহেরপুরে চেয়ারম্যানসহ ৫ জন করোনায় আক্রান্ত

এ পর্যন্ত সদর উপজেলায় ১ হাজার ৭১ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২৩৭ জন, সিরাজদিখান উপজেলায় ৪০১ জন, লৌহজং উপজেলায় ৩৩৩ জন, শ্রীনগর উপজেলায় ২৩০ জন ও গজারিয়া উপজেলায় ২৬৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে জেলায় করোনায় মারা গেছে ৫৮ জন। মৃতদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২৭ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৯ জন, সিরাজদিখান উপজেলায় ৯ জন, শ্রীনগর উপজেলায় ৪ জন, লৌহজং উপজেলায় ৬ জন ও গজারিয়া উপজেলায় ৩ জন। এদিকে, মুন্সিগঞ্জ জেলায় এ পর্যন্ত সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৯৮ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড