• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপদসীমার উপরে তিতাস নদীর পানি

  সারাদেশ ডেস্ক

১৭ জুলাই ২০২০, ১৫:১৮
ব্রাহ্মণবাড়িয়া
বিপদসীমার উপরে তিতাস নদীর পানি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় টানা বৃষ্টিপাতের কারণে তিতাস নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই তথ্য জানিয়েছেন জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে তিতাসের পানি বিপদসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলা শহরে তিতাস নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও গতকাল বৃহস্পতিবার থেকে সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। তবে শুক্রবার সকাল থেকে সেটি বেড়ে ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে পানি বৃদ্ধির কারণে আজবপুরের আশপাশ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা জানান, তিতাসের পানি বাড়ায় সরাইলের হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তবে এখনও ঘর-বাড়িতে পানি ঢোকেনি।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বশেষ পরিমাপ অনুযায়ী আজবপুর পয়েন্টে তিতাস নদীর পানি বিপদসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদীর আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুরুলিয়া পয়েন্টে তিতাস নদীর পানি শহর রক্ষা বাঁধ ছুঁয়ে প্রবাহিত হচ্ছে। যদি পানি আরও বাড়তে থাকে তাহলে বন্যা হতে পারে বলেও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড