• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদারীপুরে বন্যা পরিস্থিতির অবনতি

  সারাদেশ ডেস্ক

১৭ জুলাই ২০২০, ১২:৩১
মাদারীপুর
ফাইল ফটো

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। দ্বিতীয় দফায় আড়িয়াল খাঁ ও পদ্মায় পানি বাড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ী, মাদবরেরচর, বন্দরখোলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার বসতঘরে পানি ওঠায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে শত শত পরিবার। এছাড়া উপজেলার আড়িয়াল খাঁ নদী সংলগ্ন সন্যাসীরচর, দত্তপাড়ার নিম্নাঞ্চল, শিরুয়াইল, বহেরাতলা, নিলখী ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। কোনো কোনো এলাকার কাঁচা রাস্তা ডুবে গিয়ে আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে।

জানা গেছে, গত তিনদিন ধরে পদ্মায় পানি বাড়ায় মাদবরেরচর, বন্দোরখোলা, চরজানাজাত এলাকার হাজার হাজার মানুষের ঘরে পানি উঠেছে। বসতঘরের পাশাপাশি ডুবে গেছে টয়লেট, নলকূপ, রান্নাঘর, গোয়ালঘর। ফলে রান্না করা দুরূহ হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। অনেকে ঘরের ভেতর মাচা পেতে হাঁস-মুরগি ও গবাদিপশু নিয়ে থাকছেন। আবার অনেকে ঘরবাড়ি ছেড়ে ছুটছেন নিরাপদ স্থানে।মালপত্র নিয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন অনেকে।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, পদ্মা নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দু’দিনে শিবচর উপজেলার পদ্মা বেষ্টিত নয়টি ইউনিয়নে বন্যার পানি ২০ সেন্টিমিটার বেড়েছে।

এদিকে পদ্মায় পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙনও। পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে।

এদিকে বন্যা পরিস্থিতি দেখতে উপজেলা প্রশাসনের টিম বৃহস্পতিবার সারাদিন উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। এসময় পানিবন্দি মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।

মাদবরচর ইউনিয়নের মিনাকান্দি এলাকার একাধিক বাসিন্দা জানান, গত কয়েকদিন ধরে প্রচুর পানি বেড়েছে। এবার ঘরের চাল ছুঁইছুঁই করছে পানি। এ এলাকার অনেকেই ঘরবাড়ি ফেলে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন। এতো পানি গতবারেও হয়নি। গরু-ছাগল নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের।

মাদবরেরচর এলাকার শেখ সুলতান মাহমদু নামের এক ব্যক্তি বলেন, গতকাল পানি বাড়ায় আমার মাছের ঘের ভেসে গেছে। লক্ষাধিক টাকার মাছ বের হয়ে গেছে পুকুর থেকে।

মাদবরেরচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য তাওহীদা নাসরিন বলেন, দ্বিতীয় দফা বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষেরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন। এসব এলাকার যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদ্মানদীতে ভাঙনও দেখা দিয়েছে।

এদিকে আড়িয়াল খাঁর পানি বাড়ায় সন্যাসীরচর এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন উৎরাইল নয়াবাজার সংলগ্ন চরাঞ্চলের জনগণ। এছাড়া নয়াবাজার থেকে উৎরাইল হাটে যাওয়ার একটি সড়কও তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, পদ্মা সংলগ্ন এলাকার পানিবন্দি মানুষদের গতকাল থেকেই আশ্রয়কেন্দ্রে নেয়া হচ্ছে। বন্যা কবলিতদের সরকারিভাবে আগে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আরো খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতি চলছে। তাছাড়া ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড