• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আক্রান্ত হয়ে মুজিবনগরের কৃতি সন্তান ডা. রুমির মৃত্যু

  মেহেরপুর প্রতিনিধি

১৭ জুলাই ২০২০, ১১:২০
মুজিবনগর
ডা: রু‌মি‌

ক‌রোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মুজিবনগরের কৃতি সন্তান ডা: রু‌মি‌।

শুক্রুবার ভোররাতের দিকে বঙ্গবন্ধু শেখ মু‌জিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৭) বছর।

ডা. রুমি মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারিয়াপুর গ্রামের বাসিন্দা মৃত আবু ইলিয়াসের ছয় ছেলে এক মেয়ের মধ্যে ডা. রুমি ছিলেন চতুর্থ সন্তান। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, তিনি চলতি মাসের ৪ তারিখে করোনায় আক্রান্ত হলে পরদিন ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। পরে তার অবস্থার অবনতি ঘটলে ৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

প্রায় ১৩ দিনের মাথায় তিনি গতরাতে মৃত্যুবরণ করেন।

মরদেহ ঢাকা থেকে আজ দুপুর নাগাদ তাঁর নিজগ্রাম দারিয়াপুরে পৌঁছালে সেখানেই সমাহিত করা হবে।

ডা. রুমির অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে উপজেলা প্রশাসন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড