• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ত্রিশালে বাসে গণধর্ষণের ঘটনায় আটক ২

  সারাদেশ ডেস্ক

১৬ জুলাই ২০২০, ১৮:১৬
যে বাসে গণধর্ষণ করা হয়
যে বাসে গণধর্ষণ করা হয়

ময়মনসিংহের ত্রিশালে শালবন পরিবহন বাসে গণধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকার বালিপাড়া রোডস্থ সিএনজি স্ট্যান্ডে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সখিনা বেগম ত্রিশাল থানায় ছয়জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ধর্ষণের ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ত্রিশাল থানার পরির্দশক (তদন্ত) সুমন চন্দ্র রায়।

থানা সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাতে উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকার বালিপাড়া রোডস্থ সিএনজি স্ট্যান্ডে দাড়িয়ে থাকা শালবন পরিবহনের একটি বাসে চালক ও সহকারীসহ আরও কয়েকজন মিলে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। এসময তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

ত্রিশাল থানা পুলিশ ঘটনাটির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে। সেইসঙ্গে বাসের সহকারী কতোয়ালী থানার বেগুনবাড়ির হারুন মিয়ার ছেলে রনিসহ ওই বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

পরে রনির তথ্য মতে, এ ধর্ষণের ঘটনায় জড়িত ময়মনসিংহ সদর থানাধীন সুতিয়াখালী গ্রামের ইনতাজ আলীর ছেলে আব্দুর রহমানকে শ্রীপুর থেকে মঙ্গলবার মধ্যরাতে আটক করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড