• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালতলীতে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

  তালতলী প্রতিনিধি, বরগুনা

১৬ জুলাই ২০২০, ১৪:২০
বরগুনা
নিহত কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলতাফ হোসেন আকন

করোনায় আক্রান্ত হয়ে বরগুনার তালতলীত উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আলতাফ হোসেন আকন মারা গেছেন।

বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(১৬ জুলাই)বেলা ১১টার দিকে তিনি মারা যান।

জানা যায়, কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলতাফ হোসেন আকন করোনার উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ১৪ জুন বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

প্রায় ১ মাসেরও বেশি সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তার স্ত্রী, কন্যা ও ছেলে করোনা আক্রান্ত হয়ে ছিল পরে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হন।

তালতলী উপজেলায় এই প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ২০১৭ সালের এপ্রিল মাসে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত ছিলেন। সর্দি জ্বর কাশি ও শ্বাসকষ্ট ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড