• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় করোনায় নতুন আক্রান্ত ১৯

  নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই ২০২০, ২২:৪৩
করোনার কিট
করোনার নমুনা

মঙ্গলবার কুষ্টিয়ায় রেকর্ড পরিমাণ করোনায় আক্রান্ত হলেও আজ আক্রান্তের সংখ্যা ১৯। বুধবার (১৫ জুলাই) আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের তথ্য মতে, পিসিআর ল্যাবে মোট ৩২৮ টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ায় ১৩৫, চুয়াডাঙ্গায় ৩৪, ঝিনাইদহে ৭২, মেহেরপুরে ১৪ এবং নড়াইল ৭৩ টি।

কুষ্টিয়ায় আক্রান্তদের মধ্যে সদরে ১৪ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, মিরপুর উপজেলায় ১ জন ও কুমারখালি উপজেলার ১ জনসহ মোট ১৯ জন।

চুয়াডাঙ্গা জেলায় ১৩ জন, ঝিনাইদহ জেলায় ২৮ জন, নড়াইল জেলার ২৯ জন ও মেহেরপুর জেলায় ৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ২ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৪ জনের ঠিকানা হাউজিং বি ব্লক ১ জন, উকিলপাড়া উপজেলা মোড় ১ জন, হররা ডক্টরপাড়া ২ জন, ঝাউদিয়া বাজার ১ জন, কোর্টপাড়া ১ জন, জুগিয়া ১ জন, আমলাপাড়া ২ জন, বারইপাড়া ১ জন, কেজিএইচ ১ জন, সনো হসপিটাল ১ জন, কুটিপাড়া ১ জন, কুমারগাড়া ১ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা এলজিইডি অফিস, আল্লার দরগা, কাপড়পোড়া। কুমারখালী উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা বরুলিয়া।

মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা পাহাড়পুর।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড