• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাতীবান্ধায় তিস্তার পানি অস্বাভাবিক বৃদ্ধি, সতর্কবার্তা জারি

  লালমনিরহাট প্রতিনিধি

১৪ জুলাই ২০২০, ১২:১৩
লালমনিরহাট
লালমনিরহাটে বন্যা পরিস্থিতি

ভারতের উজান থেকে নেমে আসা পানিও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারো বৃদ্ধি পেয়েছে। আজ তিস্তা নদীর পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। পানির স্বাভাবিক প্রবাহ ৫২:৬০ সেন্টিমিটার। বর্তমান পানি প্রবাহ ৫৩:০৪ সেন্টিমিটার।

পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়া ব্যারেজ এলাকায় সতর্ক বার্তা দিয়ে প্রচারণা চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ব্যারেজের ৪৪ গেট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এদিকে সোমবার ভোরে নিজ শয়ন ঘরে পানিতে পড়ে ৮ মাসের এক শিশু মারা গেছে। আকর্ষিক বন্যায় জোলায় এক লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ধরলার পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, শিংগীমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, তুষভান্ডার আদিতমারী মহিষখোচা ও লালমনিরহাট সদরের রাজপুর, খুনিয়াগাছ, গোকুন্ডা কুলাঘাট ও মোগলহাটের বিস্তীর্ণ এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। পানির তোড়ে জেলার হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামের বাইপাস সড়কের ৫ অংশ ভেঙ্গে নতুন এলাকা প্লাবিত হয়েছে। ধুবনী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়েছে হুমকির মধ্যে।

তিনদিন ধরে লোকজন পানিবন্দি অবস্থায় বসবাস করলেও এখন পর্যন্ত বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও ত্রাণ পৌঁছেনি ওইসব এলাকায়। রান্না করতে না পেয়ে তারা অনাহারে অর্ধাহারে দুনাতিপাত করছে। এছাড়াও অনেকে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। গড্ডিমারী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজে আশ্রয় নিয়েছে কয়কটি পরিবার। তলিয়ে গেছে আমন ধান, বীজতলা ও রোপা আমন। বন্যা দুর্গত এলাকার বাসিন্দা জগদিশ চন্দ্র বলেন, ঘুম থেকে উঠে দেখি চারদিকে পানি থৈ থৈ করছে। নিজ ঘরের বিছানা সমান পানি। খারার রান্না করার উপায় না থাকায় তিন দিন ধরে ভোগান্তিতে পড়েছি।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ জানান, এবারের বন্যায় ১’শ ৯ হেক্টোর রোপা আমন, ৭৩ হেক্টোর বীজতলা ও ১৫ হেক্টোর রোপা আউশ পানি তলিয়ে গেছে। বন্যা দুর্গত এলাকার কৃষকদের এ ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নেয়া হচ্ছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করা হয়েছে। বালুর বস্তা দিয়ে বামতীরে বাঁধ রক্ষায় চেষ্টা করা হচ্ছে। সেই সাথে বানভাসিদের মাঝে ৩৫ মেট্রিক টন জিআর চাল ও ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড