• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালীতে ৩০ মেট্রিক টন সরকারি গমসহ আটক ১

  নোয়াখালী প্রতিনিধি

১৩ জুলাই ২০২০, ১৫:৩০
নোয়াখালী
অভিযান পরিচালনাকালে (ছবি :দৈনিক অধিকার)

নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কালো বাজারে বিক্রির সময় ৩০ মেট্রিক টন সরকারি গম জব্দ করে একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জুলাই) রাত ১০টায় উপজেলার চৌমুহনী বাজারের ব্যবসায়ী হাজী আবদুল মালেকর গোডাউনে ট্রাক থেকে গম আনলোড করার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গমগুলো আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরোয়ার কামালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বেগমগঞ্জ থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে লক্ষীপুর থেকে ক্রয়কৃত খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ৩০ মেট্রিক টন গমের বস্তা (যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা)। চৌমুহনীর দক্ষিণ বাজারে আনলোড করার সময় হাতেনাতে আটক করা হয়। পরে গম ক্রয়ের যথাযথ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত গমসহ ওই ব্যবসায়ীর গোডাউন সিলগালা করে প্রতিষ্ঠানের কর্ণধারের ছেলে ব্যবসায়ী মো. মাসুমকে আটক করা হয়।

পরে অভিযুক্ত ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং সরকারি গমসহ ওই গোডাউন সিলগালা করে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড