• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমতলীতে বেড়েছে সব ধরণের সবজির দাম

  কাজী শাহরিয়ার রুবেল, আমতলী প্রতিনিধি, বরগুনা

১৩ জুলাই ২০২০, ১৫:১৭
বিভিন্ন প্রকারের সবজি (ছবি :দৈনিক অধিকার)

বরগুনার আমতলীতে বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চাল প্লাবিত হয়ে পানিতে তলিয়ে নষ্ট হয়েছে শত শত হেক্টর জমির বিভিন্ন জাতের সবজি। এতে বাজারে সবজি সরবরাহ কমে প্রভাব পড়তে শুরু করেছে উপজেলার বিভিন্ন হাট- বাজারের সবজির দোকান গুলোতে। ফলে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম।

মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিন মজুর ও নিম্ন আয়ের সাধারণ মানুষগুলো এখন সবজি কিনতে হিমশিম খাচ্ছেন। এক সপ্তাহের ব্যবধানে সব ধরণের সবজিতে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। ৪০ টাকার কাঁচা মরিচের দাম বেড়ে হয়েছে ১৮০ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার অজুহাতে সকল সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

সোমবার (১৩ জুলাই) সরেজমিনে পৌর শহরসহ উপজেলার বেশ কয়েকটি ছোট বড় হাট- বাজার ঘুরে দেখা গেছে, ৩০ টাকার প্রতি কেজি পটল ৫০ টাকা, ৪০ টাকার ছিছিগ্যা (জিংগা) ৬০ টাকা, ৫০ টাকার কাকরলা ৮০ টাকা, ৩০ টাকার করলা ৫০ টাকা, ৪০ টাকার বেগুন ৬০ টাকা, ৪০ টাকার ঢ্যাঁড়শ ৬০ টাকা, ৫০ টাকার বরবটি ৭০ টাকা, ৩০ টাকার শসা ৫০ টাকা, ৪০ টাকার ওল কচু ৬০ টাকা, ৫০ টাকার করলা ৮০ টাকা ও ২০ টাকার মিষ্টি কুমড়ার কেজি এখন ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা, ১৫ টাকার প্রতি আটি কচুর লতি ৩০ টাকা, ১০- ২০ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের একেকটি শাকের আটি এখন সর্বনিম্ন ২০ থেকে ৪০ টাকার নিচে বিক্রি হচ্ছে না।

ক্রেতা মোহাম্মদ টিটু মিয়া অভিযোগ করেন, বাজারে সবজি সরবরাহ কম থাকার অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে সকল সবজির দাম বাড়িয়ে বিক্রি করছে বিক্রেতারা।

এছাড়াও আদা, রসুন, পেঁয়াজসহ অন্যান্য জিনিসের দাম কিছুটা বাড়লেও হঠাৎ করে আলুর দাম বেড়ে গেছে। ১৬-১৮ টাকা কেজি মূল্যের আলু এখন একলাফে বেড়ে ৩০ টাকা হয়ে গেছে।

বাজার করতে আসা বেশ কয়েক জন ক্রেতার সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহামারী করোনায় তাদের আয় রোজগার প্রায় বন্ধের পথে। এরই মধ্যে বাজারে সরবরাহ কম থাকার অজুহাত দেখিয়ে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।

আমতলী নতুন বাজারের সবজি বিক্রেতা মো. জাকির হোসেন বলেন, বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টির কারণে বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ অনেক কম। এ কারণে সকল প্রকার সবজির দাম একটু বেশি।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, এ মৌসুমে উপজেলার ২৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। বেশ কিছুদিন একটানা বৃষ্টির কারণে বিভিন্ন জাতের ১৫০ হেক্টর সবজি নষ্ট হয়ে গেছে। এ কারণে বাজারে সবজির দাম বৃদ্ধি পেয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড