ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে মালামাল পরিবহণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটম গাড়ি উল্টে ওয়াসকুরুণী (২৮)নামে এক টমটম চালক নিহত হয়েছেন।
নিহত ওয়াসকুরুণী নান্দাইল উপজেলার ভাটিসাভার গ্রামের মতি মিয়া (কাঠমিস্ত্রি’র) ছেলে।
রবিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার দশালিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে টমটম গাড়ি উল্টে রাস্তার পাশেই এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে টমটম গাড়ী চালক ওয়াসকুরুণী লোহার মালামাল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার দশালিয়া এলাকায় এসে গাড়ীর নিয়ন্ত্রণ হারালে টমটম গাড়ি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে টমটম গাড়ি চালক ওয়াসকুরুণী মাথায় প্রচণ্ড আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে টমটম গাড়ি ও লাশ উদ্ধার করে নান্দাইল মডেল থানায় হস্তান্তর করে।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল করিম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়ি উল্টে গিয়ে চালকের মাথার উপর পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয় সে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড