• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

  বাগেরহাট প্রতিনিধি

১৩ জুলাই ২০২০, ০১:০৪
বাগেরহাট
ফাইল ফটো

বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তারা হলেন, বাগেরহাট জেলা আনসার ভিডিপি’র সহকারী কমান্ডেন্ট মো. মিজানুর রহমান (৪৫)। এই কর্মকর্তার বাড়ি বরিশালে। অন্যজন ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য আব্দুস সালাম (৫৫)। তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। গ্রাম পুলিশের সদস্যকে করোনা স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। বাগেরহাট সহকারী জেলা কমান্ডেন্টের লাশ তার গ্রামের বাড়ি বরিশালে পাঠিয়ে দেয়া হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১১ জনে। এরমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৯০ জন সুস্থ হয়েছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

বাগেরহাট জেলা আনসার ভিডিপি’র কমান্ডেন্ট নাহিদ হাসান জানান, সহকারী জেলা কমান্ডেন্ট মো. মিজানুর রহমান আনসার ভিডিপি কার্যালয়ের ব্যারাকে একাই থাকতেন। গত কয়েক ধরে তিনি করোনা ভাইরাসের উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট ও এ্যাজমা রোগে ভুগছিলেন। তিনি হাসপাতালে না যেয়ে ব্যারাকে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। দুপুরে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে আমরা তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ জানতে নমুনা সংগ্রহ করেছে হাসপাতালের চিকিৎসকরা। এই কর্মকর্তার গ্রামের বাড়ি বরিশালে লাশ পাঠিয়ে দেয়া হয়েছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য আব্দুস সালাম নামে ব্যক্তি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাকে করোনা স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড