• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খোকসায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  ওবাইদুর আকাশ

১২ জুলাই ২০২০, ২৩:১৪
খোকসায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
খোকসায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুষ্টিয়ার খোকসায় ৪ দোকানমালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখাসহ সরকারি আদেশ অমান্য করার অপরাধে জরিমানা করা হয়।

রবিবার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

জানা গেছে, দেশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। আর এসব অপরাধের জন্য খোকসা বাজার, কমলাপুরসহ বিভিন্ন বাজারের চারটি মামলায় ২ হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৭.০০ টার পর দোকান খোলা রাখা ও মুখে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করা হয়েছে। রাস্তা-ঘাটে মানুষগুলোর মধ্যে কোনো রকম ভয়ভীতি ও স্বাস্থ্য সচেতনতা নেই। কারণ-অকারণে জনসমাগমের জন্যে এই অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। হ্যান্ডমাইক ব্যবহার করে প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি পালনসহ সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে সচেতন করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড