• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১২ জুলাই ২০২০, ১০:২১
ঠাকুরগাঁও
পাটকল বন্ধের সিদ্ধান্ত ও স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত ও স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা শাখা। শনিবার জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসূচী পালন করেন তারা।

এসময় উদীচী শিল্পগোষ্ঠী জেলা শাখার সভাপতি সেতারা বেগম ও সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক রিজু বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত নেয়ায় এর সাথে জড়িত হাজার হাজার শ্রমিক আজ পথে বসেছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। এছাড়া স্বাস্থ্য দুর্নীতি করে সাহেদের মত অনেকে পার পেয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আর ডিজিটাল নিরাপত্তা আইন করে সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। তার তীব্র প্রতিবাদ জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান তারা।

মানববন্ধনে উদীচী শিল্পগোষ্ঠীর নেতারা ছাড়াও জেলা ছাত্র ইউনিয়ন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড