• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামালপুরে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত

  জামালপুর প্রতিনিধি

১২ জুলাই ২০২০, ০৯:৫৫
জামালপুর
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে মসজিদের ইমাম, স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মীসহ ৯ জনের নমুনা পরীক্ষায় সংক্রামণ শনাক্ত হয়েছে। শনিবার রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৯ জনের করোনা পজিটিভ ধরা পরে।

শনিবার(১১জুলাই) ওই ব্যক্তিদের দেহে করোনা পজিটিভ শনাক্ত নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে জামালপুর সদরে ১, সরিষাবাড়ীতে ৪, ইসলামপুরে ২, দেওয়ানগঞ্জে১, মেলান্দহে ১,জন।

২৫০শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান সোহান জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৮৪ টি নমুনা পরীক্ষায় ৯ জন করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল।জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১১ জন।

আক্রান্ত ওই ব্যক্তিদের মধ্যে জামালপুর শহরের ছন্দকান্দায় ৪৩ বছর বয়সী এক ড্রাইভার এক,সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী ও ২২ বছর বয়সী এক মসজিদের ইমাম, উপজেলা পৌর এলাকার আরাম নগরের ৩৪ বছর বয়সী এক বেসরকারি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, খাদিয়া বাড়ীর আগের শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে আসা ১৩ বছর বয়সী এক তরুণ, ইসলামপুর উপজেলার ইসলামী রিলিফ বাংলাদেশের দুই এনজিও কর্মী তারা করোনা প্রতিরোধে কাজ করছিলো। মেলান্দহে পৌর এলাকার ৩১ বছর বয়সী এক যুবক ও দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানি গ্রামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।

এখন পর্যন্ত ৩০ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক ও ৮০ জন সরকারী স্বাস্থ্যকর্মী এবং ১১জন বেসরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

জেলায় মোট আক্রান্ত ৭১১ জন। করোনা আক্রান্তে মারা গেছে ১১জন। আইসোলেশনে থাকা ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৩ জন।

এছাড়াও জেলায় মোট আক্রান্ত উপজেলাগুলো জামালপুর সদরে ২৮৪, মেলান্দহে ৮১, মাদারগঞ্জে ৪৬, ইসলামপুরে ১২০, সরিষাবাড়িতে ৭৮, দেওয়ানগঞ্জে ৩৭, বকশিগঞ্জে ৬০ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড