• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাখির খাঁচা তৈরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

  সারাদেশ ডেস্ক

১০ জুলাই ২০২০, ১১:৪৩
দিনাজপুর
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে পাখির খাঁচা তৈরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শাকিল হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের হরেকৃষ্টপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধাপের হাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির স্থানীয়দের বরাত দিয়ে বলেন, উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের হরেকৃষ্টপুর গ্রামের আলমগীর হোসেন নামের এক ব্যক্তি পোষা পাখির জন্য খাঁচা তৈরির কারখানা পরিচালিত করে আসছিল। ওই কারখানায় আলমগীরসহ তিন যুবক খাঁচা তৈরির কাজ করতো। বৃহস্পতিবার দুপুরে খাঁচা তৈরির সময় হঠাৎ করে শাকিল বিদ্যুতায়িত হয়। এ সময় কারখানার সহকর্মীরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা দায়ের করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড