• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আক্রান্ত হয়ে জামালপুরের আরও একজনের মৃত্যু

  জামালপুর প্রতিনিধি

০৯ জুলাই ২০২০, ১৬:৩৯
জামালপুর
ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত হয়ে জামালপুরের আরও একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তয়েজ আলী নামে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের মৃত্যু হয়।

ওই ব্যক্তির বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামারাবাদ শিমলাপল্লী গ্রামে। সে একই গ্রামের মৃত সুরুজ আলী ছেলে। বৃহস্পতিবার (৯ জুলাই) জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান সোহান জানান, আজ সকালে তয়েজ উদ্দিন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ময়মনসিংহের এসকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ২৯ জুন সোমবার করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ওই ব্যক্তি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে ময়মনসিংহে এসকে হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি কিডনি, ডায়াবেটিক ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

এছাড়াও, গতকাল বুধবার রাতে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে মহিউদ্দিন (৫৫) নামে অপর আরো একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি সরিষাবাড়ী উপজেলার মাইজবাড়ী গ্রামে।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। তবে শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এই প্রথম কারোর মৃত্যু হলো।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড