• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় ইজিবাইক চোর চক্রের আরও আট সদস্য গ্রেপ্তার

  সারাদেশ ডেস্ক

০৭ জুলাই ২০২০, ১৬:৪৯
বগুড়ায় ইজিবাইক চোর চক্রের আরও আট সদস্য গ্রেপ্তার
বগুড়ায় ইজিবাইক চোর চক্রের আরও আট সদস্য গ্রেপ্তার

বগুড়ায় ব্যাটারিচালিত ইজিবাইক এবং মোটরসাইকেল চোর চক্রের আরও আট সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এর আগে গত ৪ জুলাই এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের দেওয়া তথ্যে বগুড়াসহ বেশ কয়টি জেলায় অভিযান চালিয়ে এ আটজনকেরগ্রেপ্তার করা হয়।

এসময় চুরি করা তিনটি ইজিবাইক এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাটিডালি মোড়ে অভিযান চালিয়ে সদর উপজেলার গোকুলের আব্দুল হামিদ, আটাপাড়া এলাকার শফিকুল ইসলাম ও গাবতলী উপজেলার চাকলা গ্রামের শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক ও মোটরসাইকেল চুরি করে দিনাজপুর এবং রংপুর জেলায় বিক্রির কথা স্বীকার করে।

পরে তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামাদারপাড়া থেকে সাখাওয়াত, কবির এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুর থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। এরপর রংপুরের মিঠাপুকুরের হেলেঞ্চা গ্রাম থেকে আনারুল ও পীরগঞ্জের ধল্লাকান্দিকে গ্রাম থেকে তছলিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে আরও দুটি ব্যাটারিচালিত ইজিবাইক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সদর থানার ভার্প্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এটি অনেক বড় একটি চক্র। উদ্ধার ইজিবাইক-মোটরসাইকেল ছাড়াও আরও অন্তত ২২টি ইজিবাইক তারা কাগজপত্র পরিবর্তন করে দিনাজপুর এবং রংপুরে বিক্রি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে গ্রেপ্তারদের কেউ বলছে এই চক্রের সঙ্গে জড়িত সদস্যের সংখ্যা ১৬ জন আবার কেউ বলছে ২১ জন। সংঘবদ্ধ এই চক্রের মূলহোতা গত তিনদিন আগে দিনাজপুরে একটি মামলায় গ্রেপ্তারর হয়ে ওইখানকার কারাগারে আছেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এই চক্র সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, গত ৪ জুলাই প্রথম এই চোর চক্রের নারীসহ তিনজনকে বগুড়া শহরতলীর বড়িয়া বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। চালককে বাজারে মিষ্টি কিনতে দিয়ে ইজিবাইক নিয়ে পালানোর সময় পুলিশ এবং স্থানীয় লোকজনের হাতে আটক হয় তারা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড