• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালতলীতে ফেসবুক লাইভের মাধ্যমে মানববন্ধন

  তালতলী প্রতিনিধি, বরগুনা

০৬ জুলাই ২০২০, ১৪:২৫

বরগুনা জেলার তালতলী উপজেলা প্রায় ২.৫ লাখ মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। তাই তালতলীতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক থেকে ভার্চুয়াল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সেমবার (৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলার প্রায় অর্ধলক্ষ মানুষ একযোগে ফেসবুকে লাইভ এর মাধ্যমে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর দাবি জানান।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসনের উপজেলা তালতলীতে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল শুধু নামেই আছে কিন্তু কাজে নেই। করোনার এই মুহূর্তেও উপজেলার আড়াই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নির্মাণাধীন ২০ শয্যা হাসপাতাল ভবনের দোতালার দুকক্ষে ভাঙ্গাচুরা ৫-৬টি বেড থাকলেও রোগী ভর্তির কোনো কার্যক্রম চলেনি এ হাসপাতালে।

উপজেলা হওয়ার সাড়ে ৮ বছর অতিবাহিত হলেও এ উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তালতলী উপজেলায় রূপান্তর হওয়ার পর প্রশাসনিক প্রায় সব অফিস-আদালত আসলেও নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তালতলী হাসপাতালের নামে ওষুধ বরাদ্দ না থাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের বরাদ্দ ওষুধপত্র দিয়ে চালাচ্ছে তালতলী ২০ শয্যা হাসপাতাল।

এ অবস্থায় জনগণের দুর্ভোগ কমাতে ও সুচিকিৎসা নিশ্চিতে তালতলীতে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স দাবি জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড