• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেঘনা নদী থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ

  ভৈরব প্রতিনিধি

০৫ জুলাই ২০২০, ১১:১৩
কিশোরগঞ্জ
২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে পানিতে পরিত্যক্ত অবস্থায় ২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-থানা পুলিশ। শনিবার (৪জুলাই) মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এই জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

নৌ-থানা পুলিশ জানায়, মেঘনা নদীতে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে এক শ্রেণীর অসাধু জেলে। এমন সংবাদের ভিত্তিতে নৌ-থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মো. রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধ ২০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নৌ থানা পুলিশ। এবং জব্দকৃত জাল গুলো ভৈরব পুরাতন ফেরিঘাট এলাকায় উপস্থিত জনতার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, নৌ-থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার।

এ বিষয়ে ভৈরব নৌ-থানার উপ-পরিদর্শক মো. রাসেল মিয়া জানান, নদীতে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে এক শ্রেণীর অসাধু জেলে এমন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধ ২০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড