• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামালপুরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও র‌্যাবসহ ৩৩জনের করোনা শনাক্ত

  জামালপুর প্রতিনিধি

০৫ জুলাই ২০২০, ১০:০৫
জামালপুর
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে এক চিকিৎসক, র‌্যাব সদস্য, ব্যাংক কর্মকর্তার নমুনা পরীক্ষায় সংক্রামণ শনাক্ত হয়েছে। শনিবার রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে দুই দফায় ১৭৮টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৩৩জনের করোনা পজিটিভ ধরা পরে।

শনিবার(৪জুলাই) ওই ব্যক্তিদের দেহে করোনা পজিটিভ শনাক্ত নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে জামালপুর সদরে ২৩, ইসলামপুরে ৫ মাদারগঞ্জে ২ সরিষাবাড়ীতে ৩ জন।

জামালপুর সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস আজ সকালে জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ১৭৮ নমুনা পরীক্ষায় ৩৩ জন করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৩১ জন।

আক্রান্তদের মধ্যে ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, এক স্বাস্থ্যকর্মী, র‌্যাব ১৪ এক সদস্য, সিটি ব্যাংকের এক চাকরিজীবী, পোষ্ট অফিসের চার চাকরীজীবিসহ ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।

জেলায় ২৯ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক ও ৭৭ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ১১জন বেসরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ৬৩১ জন করোনা আক্রান্তে মারা গেছে ৯জন। হোম আইসোলেশনে থাকা দুইজন চিকিৎসকসহ অন্য আরেক একজন ঢাকায় এবং ৩ জনকে ময়মনসিংহে রেফার্ড করা হয়। এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৮ জন।

এছাড়াও জেলায় মোট আক্রান্ত উপজেলাগুলো জামালপুর সদরে ২৩৭, মেলান্দহে ৭৯, মাদারগঞ্জে ৪৩, ইসলামপুরে ১১৪, সরিষাবাড়ীতে ৬১, দেওয়ানগঞ্জে ৩৬, বকশিগঞ্জে ৫৭ জন ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড