• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার থাবায় সিলেটের ৩ চিকিৎসক

  সারাদেশ ডেস্ক

০৫ জুলাই ২০২০, ০১:২৭
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে সিলেটে তিন চিকিৎসকসহ আরও ২৯ জনের শরীরে এই মরণব্যাধি শনাক্ত হয়েছে।

শনিবার (৪ জুলাই) ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ২৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২৭ জনের নতুন করে ও দুইজনের ফলোআপ করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ২৯ জনের মধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ২৬ জন, বালাগঞ্জের দুইজন ও গোলাপগঞ্জ উপজেলার একজন রয়েছেন।

সর্বশেষ শনিবার (৪ জুলাই) হবিগঞ্জের ৩৭ জন আর সিলেটের ২৭ জন নিয়ে সিলেট বিভাগে রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ১০৪ জনে দাঁড়াল। এর মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৭৬১, সুনামগঞ্জে ১ হাজার ৬২, হবিগঞ্জে ৭৫৯ এবং মৌলভীবাজারে ৫২২ জন।

আরও পড়ুন : গাইবান্ধায় করোনায় আক্রান্ত ৪০০ ছাড়াল

উল্লেখ্য, এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন। এর মধ্যে সিলেটে ৬৬, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন ও মৌলভীবাজারে পাঁচজন। এই বিভাগে করোনা ভাইরাস জয় করে সুস্থ হয়েছেন এক হাজার ৬২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৯১, সুনামগঞ্জে ৫৭৫, হবিগঞ্জে ২৯৫ এবং মৌলভীবাজারে ২৬৪ জন রয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড