• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে র‍্যাবের ভুয়া পরিচয়কারী দুই চাঁদাবাজ আটক

  ভৈরব প্রতিনিধি

০৪ জুলাই ২০২০, ১১:৩১
কিশোরগঞ্জ
গ্রেপ্তারকৃত দুই আসামি

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাবের ভুয়া পরিচয়দানকারী অস্ত্র, ডাকাতি, দস্যুতা, ও খুনের উদ্যোগ মামলার আসামীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (৩ জুলাই) রাতে ঢাকা সিলেট মহা সড়কের লক্ষ্মীপুরে মিন্টু মিয়া ফিলিং ষ্টেশন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বিল গ্রাইন (বিলকিরাটন) গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে শাওন (২৬),ও ভৈরব পৌর শহরের চন্ডিবের মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৮)।

র‌্যাব সুত্রে জানাযায়, একটি ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজ, র‌্যাবের ভুয়া পরিচয়দানকারী চক্র নিয়মিত ভৈরবে বিভিন্ন এলাকায় র‌্যাবের পরিচয় দিয়ে লোকজনের নিকট হতে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে ঘুরে বেড়াচ্ছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে, একটি আভিযানিক দল লক্ষ্মীপুর মিন্টু মিয়া ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালনা করে শাওন ও ফারুককে আটক করা হয়।

র‌্যাব আরও জানায় ,শাওন একজন কুখ্যাত সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাই,দস্যুতা, ডাকাতি, মাদকদ্রব্য চালান ও অস্ত্র ব্যবসায় জড়িত রয়েছে। এছাড়াও সে র‌্যাবের ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে আসছে। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিভিন্ন মামলা রয়েছে।

এছাড়াও এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভৈরব থানায়ও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড