• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নলকূপ খনন করতে গিয়ে গ্যাসের উদগীরন

  গাইবান্ধা প্রতিনিধি

০৪ জুলাই ২০২০, ১০:৪০
গাইবান্ধা
গ্যাস উদগীরন

গাইবান্ধায় নলকূপ খনন করার সময় গ্যাস উদগীরনের ঘটনা ঘটে। গ্যাস উদগীরনের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ দেখতে ভীর জমায় । খরব পেয়ে ঘটনা স্থলে পরিদর্শনে যায় ফায়ার সার্ভিস। পরিদর্শনের পর গাইবান্ধা ফায়ার সার্ভিস বলছে ভয়ের কোন কারণ নাই।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সাদুল্লাপুর উপজেলায় ফরিদপুর ইউনিয়নে মীরপুর গ্রামের আলহাজ্ব আশরাফুজ্জামান সরকারের ছেলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম মাজহারুল বাসায় এ ঘটনা ঘটে। নলকূপ খননকারী মিস্ত্রীরা বলেন, আয়রণ ফ্রি করার জন্য প্রায় কয়েকদিন থেকে খনন করা হচ্ছে। ২ শত ১৪ ফিট খনন করার পর পানির মধ্যে হঠাৎ বুদবুদ সৃষ্টি হয়। পরে স্থানীয় গ্যাস সন্দেহে আগুন ধরিয়ে দিলে সেখানে আগুন ধরে যায়। এ খবর এলাকায় মুহূর্তে ছড়িয়ে পরলে উৎসুক জনতা গ্যাস দেখতে ভীর জমায়। কয়েক ঘণ্টা পর আবার আপনা আপনি বুদবুদ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় বাড়ির লোকজন আতঙ্কিত রয়েছেন। খনন করার সময় যদি আবার গ্যাসের চাপ সৃষ্টি হয়ে কোন দুর্ঘটনা ঘটে।

এদিকে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আমিনুর রহমান বলেন, খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের অস্থায়ী ক্যাম্প থেকে ওই বাড়ি পরিদর্শন করেন। ঘটনা স্থলে পৌঁছার আগেই গ্যাসের উদগীরন থেমে যায়। তিনি আরো বলেন, এতে আতঙ্কের কিছু নেই। সামান্য চাপ থেকে এ গ্যাসের উদগীরন হতে পারে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড