• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত

  কক্সবাজার প্রতিনিধি

০৩ জুলাই ২০২০, ১২:১৫
বন্দুকযুদ্ধ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল হতে ১০ হাজার পিচ ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি, ৬ রাউন্ড কার্তুজ ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ মেরিনড্রাইভ সংলগ্ন মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাটে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আবুল কাশেম (৩২) মহেষখালীয়া পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।

পুলিশ জানায়, মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকায় ইয়াবার চালান খালাসের এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বন্দুকযুদ্ধে নিহত যুবক মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড