• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

  ভৈরব প্রতিনিধি

০২ জুলাই ২০২০, ১৪:৩৭
কিশোরগঞ্জ
গ্রেপ্তারকৃত আসামি

কিশোরগঞ্জের ভৈরবে ৫৬ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২জুলাই) ভোরে দুর্জয় মোড় সরদার হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা ফেনী জেলার সোনাগাজী থানার উত্তর চরছান্দি গ্রামের মৃত নবী আলমের ছেলে মো. সোহাগ(২৪)ও চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার মহানগর গ্রামের মৃত সালামুতুল্লার ছেলে নূরুন নবী(৩৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কাভার্ডভ্যানে করে কিশোরগঞ্জসহ আশেপাশের এলাকাতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে । উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে, র‌্যাব সদস্যরা নাটালের মোড়ে রাস্তার উপরে তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশি করাকালে উক্ত কাভার্ডভ্যানটি সংকেত অমান্য করে চলে যায়। তখন র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটি পিছু ধাওয়া ভৈরব দুর্জয় মোড় সরদার হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি কাভার্ডভ্যানসহ ৫৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪৭ লক্ষ টাকা ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড