• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বাস্থ্যবিধি মেনেই করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে : কংজরী চৌধুরী

  খাগড়াছড়ি প্রতিনিধি

০২ জুলাই ২০২০, ১২:০২
খাগড়াছড়ি
মাটিরাঙা ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, করোনা মহামারীর শুরু থেকেই পাহাড়ের কর্মহীন গৃহবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ।

বাংলাদেশের কোন মানুষ না খেয়ে মরেনা মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার শুরু থেকেই টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নেতৃত্বে আমরা কর্মহীন মানুষের মাঝে সমভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছি। আমাদের এ কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে করোনা প্রাদুর্ভাবে গৃহবন্দী শ্রমজীবী, দু:স্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ছয় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ছোবলে সারাবিশ্ব স্তম্বিত। এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে চলছে আমাদের লড়াই। কোন অস্ত্র বা গোলাবারুদ নয়, স্বাস্থ্যবিধি মেনেই এ ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। স্বাস্থ্যবিধি মেনেই করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে।

মাটিরাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে মাটারাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আব্দুল জব্বার, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, ও মাটিরাঙা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় মাটিরাঙা ইউসিসিএ লি. এর চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবলু, মাটিরাঙা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোকোনাথ ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য দিপার মোহন ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য চন্দ্র কিরণ ত্রিপুরা ও মলেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও স্থানীয় হেডম্যান কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মাটিরাঙা ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড