• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

  জামালপুর প্রতিনিধি

০২ জুলাই ২০২০, ০৯:৫৩
জামালপুর
বন্যা পরিস্থিতি

যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনা নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জামালপুরের বন্যার অবস্থা অবনতি।জেলায় নতুন করে আরো একটি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাত উপজেলায় আট পৌরসভা ও ৪৩টি ইউনিয়ন এখন পানিবন্দি। জেলায় ৩ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ পানিতে বন্দি। বন্যায় নলকূপগুলো তলিয়ে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। গত পাঁচ দিনের বন্যা পানিতে ডুবে মারা গেছে ৮জন ।

গত ২৪ঘন্টায় যমুনার পানি ৫সেন্টিমিটার কমে বৃহস্পতিবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি স্থির থেকে সাত উপজেলার সবগুলো পৌরসভা সহ ৪৩টি ইউনিয়ন বন্যার পানিতে নিমজ্জিত আছে, পানিতে ডুবে গেছে গরুর চারণ ভূমি, বিস্তীর্ণ ফসলের মাঠ বিভিন্ন প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের একমাত্র আশ্রয়স্থল বসতবাড়ি।প্রতিদিন নষ্ট হচ্ছে গ্রামীণ কাঁচা-পাকা সড়ক। যে পথ ধরে প্রান্তিক মানুষগুলো জেলা শহরে দিকে বিভিন্ন সময় যাতায়াত করতো সেই সড়কগুলোও পানিতে তলিয়ে থাকায় যাতায়াতের অনুপযোগী হয়ে পরেছে। কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই আশ্রয়ের জন্য উঁচু সড়ক ব্রিজ ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করলেও সবার মধ্যে করোনা আতঙ্ক নিয়ে দিন পাড় করছে। বন্যার জন্য সরকারী চাল বরাদ্দ হলেও এখনো বিতরণ হয়নি।

সরকারি হিসাব মতে, জামালপুরে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫ হাজার ২শ পরিবার। পানি বন্দি আছে ৩ লাখ ৫৯হাজার ৪২জন মানুষ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে আজ নতুন করে আর কোন ত্রাণ সহায়তার বরাদ্দ হয়নি, আর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। সঠিক তথ্য পাওয়া যাবে বন্যার পানি নামার পরে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড