• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুরে ওসিসহ ২৫ জন করোনায় আক্রান্ত

  সারাদেশ ডেস্ক

০১ জুলাই ২০২০, ২৩:০৮
করোনা
করোনার জীবাণু

দিনাজপুর ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এবং এক ওষুধের দোকানের ফার্মাসিস্টসহ জেলায় নতুন করে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩৭ জন।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা মো. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে জেলার ১২৫টি করোনা নমুনা পরীক্ষা করে ২৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে দিনাজপুর ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম এবং শহরের একটি ওষুধের দোকানের এক ফার্মাসিস্টসহ জেলা সদরে সাতজন, বিরামপুরে ১১ জন, পার্বতীপুরে দুজন, বীরগঞ্জে একজন, ঘোড়াঘাটে একজন, বিরলে একজন, বোচাগঞ্জে একজন এবং হাকিমপুরে একজন রয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩৭ জন। আর এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২ জনের।

করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে আরো ১৮ জনের। বুধবার আটজনসহ জেলায় করোনা রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩৪১ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড