• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় এক ট্রাক সরকারি চাল জব্দ

  সারাদেশ ডেস্ক

০১ জুলাই ২০২০, ১১:৫৬
চুয়াডাঙ্গা
ফাইল ফটো

চুয়াডাঙ্গার জীবননগর থেকে সরকারি কবিখার এক ট্রাক চাল আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার পিয়াস তেল পাম্পের সামনে থেকে চালসহ ট্রাকটি আটক করা হয়। চালবোঝাই ট্রাকটি রাতেই চুয়াডাঙ্গা পুলিশ লাইনে নেয়া হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকা দিয়ে সরকারি খাদ্য অধিদফতরের এক ট্রাক চাল পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তেল পাম্পের সামনে থেমে থাকা একটি ট্রাক আটক করে। তবে সেখানে ট্রাকের চালক ও সহকারী ছিল না। ট্রাকে রাখা ছিল কাবিখার চাল। সরকারি চাল হওয়ায় ট্রাকসহ চাল আটক করা হয়।

তিনি আরও বলেন, রাতেই চাল বোঝাই ট্রাকটি পুলিশ লাইনে আনা হয়। চালের বস্তার গায়ে খাদ্য অধিদফতর লেখা রয়েছে। চাল কীভাবে এখানে এলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড